বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানিয়েছেন আজ বিকেলে তিনি এই টিকা নেন, কিন্তু কোথায় তিনি টিকা গ্রহণ করেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি।
এর আগে গত ২৪শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও টিকা নিয়েছিলেন।
বাংলাদেশে গত সাতাশে জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে টিকা দেয়ার মধ্যে দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
তবে গণ-টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে। সব জেলা উপজেলার এক হাজারের বেশি কেন্দ্র থেকে একযোগে শুরু হয় এই টিকাদান কার্যক্রম।
বাংলাদেশে বৃহস্পতিবার পর্যন্ত ৮৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন টিকা গ্রহণ করেছেন।