৭ হাজারী ক্লাবের দ্বারপ্রান্তে তামিম

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭হাজার রান ক্লাবের দ্বারপ্রান্তে ওপেনার তামিম ইকবাল। সাত হাজার রানের মাইলফলক থেকে ১০৮ রান দূরে দাঁড়িয়ে বাঁ-হাতি ওপেনার তামিম ।

আগামীকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই তিন ম্যাচে ১০৮ রান করলেই ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে ৭হাজার পূর্ণ হবে তামিমের।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে ৭হাজার রানের মাইলফলক তামিম স্পর্শ করে ফেললে অবাক হবার কিছুই থাকবে না।এখন পর্যন্ত ২০৪ ম্যাচের ২০২ ইনিংসে ১১টি সেঞ্চুরি ও ৪৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৫ দশমিক ৫২ গড়ে ৬৮৯২ রান করেছেন তামিম। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান তামিমেরই।

ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :

ব্যাটসম্যানম্যাচরান
তামিম ইকবাল২০৪৬৮৯২
সাকিব আল হাসান২০৬৬৩২৩
মুশফিকুর রহিম২১৬৬১০০
মাহমুদুল্লাহ রিয়াদ১৮৫৩৯৯৪
মোহাম্মদ আশরাফুল১৭৫৩৪৬৮

Author: Zdravlje